কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিয়ের ৪ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় দুবাই প্রবাসী কিরণ (৩২) মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বার) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
কিরণ পাকুন্দিয়া পৌর এলাকার সৈয়দগাঁও গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।
জানা যায়, দুবাইপ্রবাসী কিরণ ১৫ দিন আগে বাড়ি এসে একটি নতুন মোটরসাইকেল কেনেন। গত রবিবার (২০ নভেম্বর) তিনি উপজেলার চরদেওকান্দি গ্রামে বিয়ে করেন।
বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তিনি নতুন মোটরসাইকেলটি নিয়ে ঘুরতে বের হয়ে পাকুন্দিয়া-মঠখোলা পাকা সড়ক দিয়ে সৈয়দগাঁও বড় মসজিদের সামনের মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান কিরণ। পরে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি মারা যান।
শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ নিজ বাড়িতে এলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। নির্বাক নববধূ ও তার পরিবারের লোকজন। বিয়ে হতে না হতেই বিদায় নিল স্বামী। এমন পরিস্থিতিতে চোখের জলে ভাসছে সবাই।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানিয়ছেন,‘পরিবারের পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ করেনি। ’