
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২মার্চ) উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বিল্লাল হোসেন।
উপজেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি কবি গোলাপ আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মামুন সরকার, জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন, বেসরকারি গণগ্রন্থাগার সমিতির জেলা সভাপতি মো.রুহুল আমীন, কটিয়াদী ফেকামারা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবদুল জব্বার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সমিতির সাধারণ সম্পাদক কবি আফসার আশরাফী।
এসময় উপজেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।