
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ১১ টা ৩০ মিনিটে কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, হোসেন্দী ইউনিয়ন বিএনপির আহবায়ক নজরুল ইসলাম সুরুজ মাস্টার, হোসেন্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু নাঈম শাওন, হোসেন্দী আদর্শ ডিগ্রী কলেজের সভাপতি সিয়াম সাধারণ সম্পাদক ইমন, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ -সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এহসানুল হক ছানু , পাকুন্দিয়া পৌর ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান ফেরদৌস, পাকুন্দিয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, পাকুন্দিয়া পৌর ৯ নং ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সাকিব, অর্থ সম্পাদক তানজিল আহমেদ ধর্মবিষয়ক সম্পাদক আশিক আহমেদ।
এসময় পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এহসানুল হক ছানু বলেন, ধর্ষকদের ২১ দিনের মধ্যে বিচার করতে হবে। প্রতিটা ধর্ষকের বিচার যেনো জনসম্মুখে করা হয়। যদি কালক্ষেপন হয় তাহলে আমরা রাজপথে থাকবো।