পাকুন্দিয়ায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি গঠন

পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।
তৌফিকুল ইসলামকে আহবায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটিতে সদস্য হিসেবে আছে আতিকুর রহমান মাসুদ, মোঃ কামাল উদ্দিন, মোঃ মাহমুদুজ্জামান রিপন, মোঃ আঃ সাত্তার।
কমিটিকে আগামী ৫ দিনের মধ্যে সরেজমিন পরিদর্শন করে রিপোর্ট দিতে বলা হয়েছে।
জানা যায়, শনিবার বিকেলে চণ্ডিপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি সম্মেলনের আয়োজন করে। চণ্ডিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সম্মেলনে দলের সভাপতি পদ নিয়ে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। দলীয় নেতাকর্মীরা চেয়ার ভাঙচুর করে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ