
‘ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই শ্লোগান কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে শীতকালীন ভলিবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের বড়বাড়ি রোড মাস্টার কলোনি এলাকায় এ টুর্নামেন্টের আয়োজন করে পাকুন্দিয়া ইয়ং স্টার স্পোর্টিং ক্লাব।
এতে মুনিয়ারিকান্দা ভলিবল একাদশ বনাম হোসেনপুর ভলিবল একাদশ অংশগ্রহণ করে।
স্বপ্নছোয়া ক্যাফে এন্ড রেস্টুরেন্টের পরিচালক ও পাকুন্দিয়া পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মাফফুজির রহমানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী নবীন দলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হুমায়ূন তালুকদার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি মাসুদ মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা তাতীদলের সভাপতি মোস্তফা কামাল, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রিপন প্রমুখ।
খেলায় হোসেনপুর একাদশের বিপক্ষে জয় লাভ করে মুনিয়ারিকান্দা একাদশ।