
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলায়” এ প্রতিপাদ্য কে সামনে রেখে পাকুন্দিয়া উপজেলার ১নং জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহনে ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় পাকুন্দিয়া উপজেলার একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম, জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক স্কুলের অধ্যক্ষ আ.জ.ম আকরাম উদ্দিন, জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহম্মেদ, প্রশাসনিক কর্মকর্তা শাহিন কবির, পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহীন আলম জনি, জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের আহব্বায়ক আনোয়ার হোসেন বাবলু, চরকাওনা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল আলম, মোবারক হোসেনসহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ করেন অতিথিবৃন্ধ।