বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
২৯ বছরের শিক্ষকতা জীবনের ইতিটানলেন ইলিয়াস উদ্দিন চুন্নু
Update : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ১২:০০ অপরাহ্ণ

দীর্ঘ ২৯ বছরের শিক্ষকতা জীবনের ইতিটানলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকী গার্লস স্কুলএন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. ইলিয়াস উদ্দীনচুন্নু। গতকাল সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে তার অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অশ্রæসিক্ত নয়নে সহকর্মী ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট, উপহার ও স্মৃতিচারণের মধ্যদিয়ে এই গুণী শিক্ষককে বিদায় দেন।
চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাংগালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক তৌফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম হীরা, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি একে এম ফজলুল হক বাচ্চু, সাবেক সভাপতি মোসাদ্দেক হাবিব কাঞ্চন, সাবেক সভাপতি ও চরকাওনা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম পলাশ, হাজী জাফর আলী কলেজের প্রভাষক আমির খসরু, চরটেকী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজুল হক মিলন, যুবনেতা প্রভাষক মুঞ্জরুল হক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সদস্য জাকির হোসেন প্রমুখ।

জানা যায়, ইলিয়াস উদ্দিন চুন্নু ১৯৯৬ সালে এই প্রতিষ্ঠানে যোগদান করেন এবং অত্যান্ত সুনামের সাথে পাঠদান করে গেছেন। তিনি শুধু শিক্ষকই ছিলেন না, তিনি একজন দক্ষ সংগঠকও ছিলেন। বহু সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও সেবামূলক কাজের নেতৃত্ব দিয়েছেন তিনি।

সিনিয়র শিক্ষক ইলিয়াস উদ্দিন চুন্নু আবেগ আপ্লুতকন্ঠে জানান, সহকর্মী, প্রিয় শিক্ষার্থী, প্রিয় ক্যম্পাস ছেড়ে যেতে সত্যি খুবই খারাপ লাগছে। কখন যে শিক্ষকতা জীবনের ২৯টি বছর কাটিয়ে দিয়েছি টেরই পায়নি। অধ্যক্ষ, সহকর্মী ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই সুন্দর আয়োজনে আমাকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার জন্য।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ