ভয়েস অব পাকুন্দিয়া ক্রিকেট টিমের ১৬ সদস্যে স্কোয়াড ঘোষণা ও জার্সি উন্মোচন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পাকুন্দিয়ার সরকারি কলেজ রোডে স্বপ্ন ছোঁয়া ক্যাফে এন্ড রেস্টুরেন্টে জমকালো এ আয়োজনে ক্রিকেটারদের নাম ঘোষণা দেন গ্রুপের এডমিন ও ক্রিকেট টিমের পরিচালক প্রকৌশলী আরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ভয়েস অব পাকুন্দিয়ার এডমিন এড.মাহমুদুর রহমান আফ্রীদ, মডারেটর রাকিবুল হাসান রকি, স্বপ্ন ছোঁয়া ক্যাফে এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মাহফুজুর রহমান, এম. আর কন্সট্রাকশন এর পরিচালক প্রকৌশলী শেখ আবদুল কাদির রিজন মহোদয়সহ ভয়েস অব পাকুন্দিয়া ক্রিকেট টিমের বেশ কিছু খেলোয়াড়বৃন্দ।।
আগামী ২৮ ডিসেম্বর দুপুর ২টায় ভয়েস অব পাকুন্দিয়া ক্রিকেট টিমের খেলা কোদালিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। প্রতিপক্ষ টীম এস.এস.সি ব্যাচ-২০২১। ভয়েস অব পাকুন্দিয়া ক্রিকেট টিমের ক্যাপ্টেন হিসাবে নাদিম আহমেদ ও ভাইস-ক্যাপ্টেন ফয়সাল আহমেদ দায়িত্ব পালন করবেন।
দলের সদস্যরা হলেন, নাদিম আহমেদ, ফয়সাল আহমেদ, মোহাম্মদ নিলয়, আবিদ হাসান মনিফ, রাকিবুল আলম শান্ত, আজিজুল হক রিফাত, মো: রনী, ফজলে হোসেন রাব্বি (আল-আমিন), মোহাম্মদ ফাহাদ (তুহিন), নিলয় খন্দকার, আনোয়ার হোসেন জনি, মোহাম্মদ হৃদয় (মনির), সামিউল বাচির নিপুন, আর এস রামিম, সিয়াম আহমেদ ও সোহাগ মিয়া।