
মোকারিম হোসেন: শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষে পাকুন্দিয়া উপজেলার স্বনামধন্য শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত সোনালী স্বপ্ন ফাউন্ডেশনের ২০২৪ শিক্ষাবর্ষে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
২১ ডিসেম্বর (শনিবার) উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃত্তি পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন, জাঙ্গালিয়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আ.জ.ম আকরাম উদ্দিন ।
এ সময় পাকুন্দিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম, জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌফিককুল ইসলাম, চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, চরটেকী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক মানিক, বাংলাদেশ শিক্ষক সমিতি পাকুন্দিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন চুন্নু, অত্র সংগঠনের সভপতি মো.খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক, কোষাধ্যক্ষ আশরাফুল আলমসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, অত্র সংগঠনের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অতিথিরা শিক্ষা বিস্তারে সংগঠনটি এমন উদ্যোগের জন্য ভূয়সী প্রশংসা করেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শামীম জানান, একটি কেন্দ্রে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ৮২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে বৃত্তি পরীক্ষার কার্যক্রম অনুষ্ঠিত হয়।