ইজতেমা ময়দানে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত অন্তত ৩০

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অন্তত ৩০ জন। তবে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিহত ওই ব্যক্তির নাম বেলাল হোসেন (৫৫)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিলেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন।
ইজতেমার পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে ৭ দিনের অবস্থান কার্যক্রম করতে গেলে সাদপন্থী ও জুবায়ের পন্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং আহত হন ৩০ জন।
এতে একজন নিহত ও ১১ জন আহত হয়, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ সময় সাদপন্থীদের অভিযোগ এটা জুবায়ের পন্থিদের কাজ। ইজতেমা ময়দানে এখন সাদ পন্থিরা অবস্থান করছে।
এর আগে, গত ১২ ডিসেম্বর তাবলীগ জামাতের জোড় ইজতেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ