বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর স্কুল শিক্ষার্থীর মৃত্যু
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জিনিয়া (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত শিশু জিনিয়া (৭) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়া গ্রামের চরপুক্ষিয়া ১নং সরকারি স্কুলের সহকারী শিক্ষক হাবিবুর রহমান সুজন এর মেয়ে। ও একই স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার কটিয়াদী থেকে পরিবারের সাথে বেড়াতে গিয়ে কিশোরগঞ্জ শহরে রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশার ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়৷ পরে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়৷ পরে অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকা ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ