নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শহীদ জিয়া স্মৃতি স্মরণে আয়োজিত ফুটবল খেলা দেখতে ফুটবল প্রেমীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। শুক্রবার বিকেলে উপজেলার হোসেন্দী হাই স্কুল খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
হোসেন্দী ইউনিয়ন ছাত্রদল এ টুর্ণামেন্টের আয়োজন করে। খেলায় প্রতিদ্বন্ধিতা করে হোসেন্দী ফুটবল একাদশ বনাম পোড়াবাড়িয়া বস স্পোর্টিং ক্লাব।
টানটান উত্তেজনাপূর্ণ খেলায় পোড়াবাড়িয়া বস স্পোর্টিং ক্লাবকে ৩-০গোলে হারিয়ে বিজয়ী হয় হোসেন্দী ফুটবল একাদশ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সহযোগী অধ্যাপক ভাস্কর হাবীবা আখতার পাপিয়া।
পাকুন্দিয়া ডিগ্রী কলেজের সাবেক ভিপি ইউনুস আলী মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, পাকুন্দিয়া থানার ওসি মো.সাখাওয়াৎ হোসেন, হোসেন্দী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ রকীব উদ্দিন মোশায়ের, হোসেন্দী ইউপির সাবেক চেয়ারম্যান মানসুরুল হক বাবুল ও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার প্রমুখ।
এর আগে ঐতিহ্যবাহী হোসেন্দী মাঠে আয়োজিত ফুটবল খেলা দেখতে মাঠের চারপাশে ভিড় জমান হাজারো ফুটবলপ্রেমী।