আবু হানিফ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভার আয়োজন করে উপজেলা প্রশসন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: বিল্লাল হোসেন সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, কৃষি কর্মকর্তা নূরে ই আলম, যুব উন্নয়ন কমকর্তা মোফাজ্জল হোসেন, একাডেমি সুপার ভাইজার শারফুল ইসলাম, সমবায় কমকর্তা শাহানা আক্তার, সহকারী প্রকৌশলী ওয়ালিউল্লিহ উল্লাস, মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক, সমাজ সেবা কমকর্তা শাজাহান,উপজেলা পরিবার পরিকল্পনা কমকর্তা ডাঃ নূরে আলম, পাকুন্দিয়া পৌর বিএনপি সভাপতি এস. এম. মিনহাজ উদ্দিন, উপজেলা কৃষক দলের আহবায়ক বোরহান উদ্দিন, সাবেক কমিশনার রাকিবুল আলম ছোটন, মোঃ ছিদ্দিক হোসেন রিপন, পাকুন্দিয়া উপজেলা ছাএদলের সভাপতি মাজহারুল হক উজ্জ্বল, পাকুন্দিয়া প্রেসক্লাব সভাপতি খন্দকার আসাদুজ্জামান প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।