জেনারেল শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় পারদর্শী করতে মক্তবের আদলে তারাকান্দি মডেল টেকনিক্যাল স্কুলে আরবী ক্লাসের পরিকল্পনা ছিলো অনেক দিন ধরেই। তারই ধারাবাহিকতায় বিদ্যালয় প্রাঙ্গনেই আয়োজন করা হয় ব্যতিক্রমী এই অনুষ্ঠান। স্কুলেরই ৩৩ জন শিক্ষার্থী কায়দা, আমপাড়া শেষে পবিত্র কুরআনের ছবক গ্রহণ করেছে।
তারাকান্দি মডেল টেকনিক্যাল স্কুলের সহকারী শিক্ষক মোকারিম হোসেন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব আবু তাহের মাস্টার। অন্যদেন মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক এ টি এম খলিলউল্লাহ্ শাকিল, প্রধান শিক্ষক এ জেড এম দিদারুল আনোয়ারসহ সহকারি শিক্ষক, অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।
ছবক শেষে শিক্ষার্থীরা কালিমা, মাখরাজ, ওযুর ফরয, নামাজ পড়ার পদ্ধতি ও জানাযার নামাজ পড়ার নিয়মগুলো প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করেন।