কিশোরগঞ্জের সন্তান শেখ মুজাহিদুর রহমান চন্দন টানা চতুর্থবারের মত ডেমোক্রেট দল থেকে মার্কিন সিনেটর নির্বাচিত হয়েছেন। চন্দন জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-ফাইভ থেকে নির্বাচনে ডেমোক্রেট দল থেকে বিপুল ভোটে জয়ী হন। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী লিসা ব্যাবেজের চেয়ে ৭০ শতাংশ বেশি ভোট পেয়েছেন।
এর আগে একই নির্বাচনি এলাকা থেকে তিনবার সিনেটর নির্বাচিত হন শেখ মুজাহিদুর রহমান চন্দন। তিনি প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ও জর্জিয়ার প্রথম মুসলিম আইনপ্রণেতা।
কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের সরারচর গ্রামে জন্মগ্রহণ করেন শেখ রহমান চন্দন। ১৯৮১ সালে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান। জর্জিয়া ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন চন্দন। ৬৩ বছর বয়সি শেখ মুজাহিদুর রহমান চন্দন বাজিতপুর সরারচর এলাকার বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের সন্তান এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের বড় ভাই। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি মেজ।
শেখ মুজাহিদুর রহমান চন্দনের এমন বিজয় ও সাফল্যে জর্জিয়া প্রবাসী বাংলাদেশির পাশাপাশি তার জন্মস্থান কিশোরগঞ্জের বাজিতপুরের মানুষের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়েছে।
কিশোরগঞ্জের গর্বিত সন্তান শেখ মুজাহিদুর রহমান চন্দন টানা চতুর্থবারের মত জয়ের মালা পরে সকল প্রবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বাংলাদেশের প্রতিটি মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের ভালোবাসা ও সহযোগিতায় বহুজাতিক সেতুবন্ধনের একটি সমাজে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এমন নিঃশর্ত ভালোবাসা ও সমর্থন আরও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।