ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি মো. আছাদুজ্জামান খন্দকারকে আহবায়ক ও দৈনিক দিনকালের প্রতিনিধি এসএএম মিনহাজ উদ্দীনকে সদস্য সচিব করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) রাতে প্রেস ক্লাব কার্যালয়ে ক্লাবের সব সংবাদ কর্মীর উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।
কমিটিতে যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান (মুক্ত খবর), ক.ম মুহিবুল্লাহ বচ্চন (নয়া দিগন্ত) ও আ ন ম তানভীর হায়দার ভূঁইয়া (আরটিভি)। কমিটির সাতজন সদস্য হলেন, এম সাইদুল ইসলাম (যুগান্তর), আব্দুল আওয়াল মোহাম্মদী (দৈনিক শক্তি), শামসুল আলম শাহীন (দীপ্ত টিভি), মো. তরিকুল হাসান শাহীন (ইত্তেফাক), আরিফুল হাসান আরজু (শতাব্দীর কন্ঠ), রাজন সরকার (সংবাদ) ও শাখাওয়াত হোসেন হৃদয় (মানব জমিন)।
এর আগে প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আছাদুজ্জামান খন্দকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ রশিদ ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো. মজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন কিশোর। সভা শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। গঠিত আহবায়ক কমিটি নির্বাচন কমিশন গঠন করে আগামী তিন মাসের মধ্যে প্রেস ক্লাবের নির্বাচনের ব্যবস্থা করবেন।