
আবু হানিফ : পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনোয়ন দাখিল করেছেন ০৭ প্রার্থী। আজ ০৫ জুলাই শুক্রবার দুপুরেই দাখিলকৃত ০৭ প্রার্থীর মনোনয়নই বৈধ ঘোষনা করেছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ।
তারা হলেন পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম,আবু বক্কার সিদ্দিক গেনু, রহিমুল আলম ফরিদ, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহীদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য এনায়েত হোসেন, আরফান উদ্দিন ও আল মামুন মিসকিন।
উল্ল্যেখ্য,গত ২৭ জুন কিশোরগঞ্জ জেলা নির্বাচন কমিশনার মোরশেদ আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ জুলাই এ উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইভিএমের মাধ্যমে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে, প্রার্থীতা প্রত্যাহার ১০ জুলাই ও ১১ জুলাই প্রতীক বরাদ্ধ হবে।
উল্ল্যেখ্য, সাবেক চেয়ারম্যান এমদাদুল হক জোটন উপজেলা নির্বাচনে অংশগ্রহন করায় এ পদটি শূণ্য ঘোষণা করে পূনরায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন।
পাপ্র/সুআআ