
আবু হানিফ : সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়াও একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। রবিবার (৩০ জুন) থেকে উপজেলার ৩ টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষায় কেন্দ্রগুলোতে অনুপস্থিত ছিলেন ২৭ পরীক্ষার্থী।
জানা যায়, প্রথম দিনের বাংলা ১ম পত্র পত্র পরীক্ষায় পাকুন্দিয়া সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ছিলো মোট ৫৭৬ জন। এর মধ্যে অনুপস্থিত ৭ জন। পাকুন্দিয়া মহিলা কলেজে পরীক্ষার্থী ছিলো ৭৭০ জন। সেখানেও অনুপস্থিত ৭ জন এবং মঙ্গলবারিয়া কামিল মাদ্রাসায় কুরআন মাজিদ পরীক্ষায় ৩০১ জনের বিপরীতে অনুপস্থিত ছিলো ১৩ জন।
পাকুন্দিয়া মহিলা কলেজের প্রিন্সিপাল মোঃ মোজাম্মেল হক পাকুন্দিয়া প্রতিদিনকে বলেন, এইচএসসি পরীক্ষার ১ম দিনে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। তবে ১ম দিনের পরীক্ষা আমার কেন্দ্রে ৭ শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
প্রথমদিনের পরীক্ষায় কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন পাকুন্দিয়া প্রতিদিনকে জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে বোর্ডের নির্দেশনা মোতাবেক আমাদের সকল প্রস্তুতি রয়েছে। কেন্দ্রের দুইশ গজের মধ্যে আইন-শৃঙ্খলার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সুষ্ঠু পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শাহরিয়া/এসআর/পাপ্র