
মোকারিম হোসেন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক সিনিয়র শিক্ষক, তারাকান্দি বাজার ওয়াকফ্ এস্টেট এর সাবেক সভাপতি জাহাঙ্গীর খোকন (মাস্টার) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২৮ জুন (শুক্রবার) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
তার ভাগিনা হাবিবুর রহমান ভূঁইয়া মৃত্যুর খবরটি নিশ্চিত করেন পাকুন্দিয়া প্রতিদিনকে জানান, জাহাঙ্গীর খোকন (মাস্টার) মৃত্যুকালে বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর এবং তিনি এক স্ত্রী, তিন পুত্র, দুই কণ্যাসহ অসংখ্য আত্নীয় ও গুনগ্রাহী রেখে গেছেন।
জাহাঙ্গীর খোকন (মাস্টার) এর জানাজার নামাজ আজ শুক্রবার দুপুর ২.৩০ ঘটিকায় মরহুমের নিজ বাড়ি সংলগ্ন তারাকান্দি ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
পাপ্র/এসআর