পাটুয়াভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৭ জুলাই
আবু হানিফ: কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলার ৬ নং পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের তফসিল ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন। আজ (বৃহস্পতিবার) কিশোরগঞ্জ জেলা নির্বাচন কমিশনার মোঃ মোরশেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৭ জুলাই ইভিএম মাধ্যমে পাটুয়াভাঙ্গা ইউনিয়নের উপ-নির্বাচন ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য রিটার্নিং অফিসে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৪ জুলাই (বৃহস্পতিবার ), মনোনয়ন বাছাই হবে ৫ জুলাই (শুক্রবার ) মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা হবে ৬ ও ৮ জুলাই (শনিবার -সোমবার )। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই । আর ১১ জুলাই প্রতীক বরাদ্দ হবে এবং ২৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।
এসআর/পাপ্র
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ