সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
হজে মারা যাওয়া পাকুন্দিয়ার শিক্ষিকা সুফিয়া খাতুনকে সৌদিতেই দাফন
Update : শনিবার, ১৫ জুন, ২০২৪, ৯:৪০ অপরাহ্ণ

পাপ্র ডেস্ক : সৌদিআরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৭ বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৫ জন পুরুষ ও দুইজন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ১৩ জন ও মদিনায় চারজন। তন্মধ্যে রয়েছেন পাকুন্দিয়ার স্কুল শিক্ষিকা সুফিয়া আক্তার (৬২) তিনি স্বামীসহ পবিত্র হজ্ব পালনে মক্কায় এসেছিলেন।দদ

মৃত সুফিয়া খাতুন পাকুন্দিয়া উপজেলার হোসেন্দীদ কুমারপুর গ্রামের ও পাটুয়াভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজিম উদ্দিনের স্ত্রী। সুফিয়া খাতুনও কুমারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ছিলেন।

বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে জানা যায়,তিনি গত ১২ জুন বুধবার মক্কায় অযু করায় অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন, স্বজনদের কাছ থেকে জানা যায় চিকিৎসকদের ধারনা হিট স্টোক করেছিলেন তিনি।

সুফিয়া খাতুনের স্বামী, দুই কন্যা, এক ছেলে ও অসংখ্যা ছাত্র/ছাত্রী /শুভাকাঙ্খী রয়েছে। স্বজনদের পরামর্শে বৃহস্পতিবার তাকে সৌদি আরবের কবরস্থানে তাকে দাফন করা হয়।

হজের সফরে মৃত্যু নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুসংবাদ ঘোষণা করেছেন এবং বলেন, যে ব্যক্তি হজের উদ্দেশে বের হলো, এরপর মৃত্যুবরণ করল, কেয়ামত পর্যন্ত তার জন্য হজের সওয়াব লেখা হবে। আর যে ব্যক্তি ওমরাহর উদ্দেশে বের হলো, আর সে অবস্থায় তার মৃত্যু হলো, কেয়ামত পর্যন্ত তার জন্য ওমরাহর সওয়াব লেখা হবে। (মুসনাদে আবু ইয়ালা ৬৩৫৭)

পাপ্র/সুআআ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ