আবু হানিফ : পাকুন্দিয়া উপজেলার নির্বাহী অফিসার আজগর হোসেনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১: ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম (রেনু),উপজেলা সহকারি কমিশনার(ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম (আকন্দ)
জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহম্মেদ, চরফরাদি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান,এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবু,বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল,পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটন,হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, নারান্দি ইউপি চেয়ারম্যান মুছলেহ উদ্দিন,চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন, সুখিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন সবার উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য দেন।এ সময় দক্ষতা ও সফলতার সাথে কাজের স্মৃতি স্বরুপ তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
পাপ্র/সুআআ