স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সোনালী স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার জাংগালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল এন্ড কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলার বিভিন্ন স্কুলের প্রথম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত পড়ুয়া ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন….
এ সময় সংগঠনটির সভাপতি মোঃখলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, কোষাধ্যক্ষ মোঃ আশরাফুল আলম, দপ্তর সম্পাদক সেলিম আহমেদসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ পরীক্ষার দায়িত্ব পালন করেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন….
পরীক্ষা চলাকালে বিভিন্ন হল পরিদর্শন করেন, জাংগালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আকরাম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হক মানিক, জাংগালিয়া ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম রফিক, চরকাওনা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম পলাশ।
এসআর/পাপ্র