ডেস্ক রিপোর্ট : চারুলতা সংস্কৃতি সংসদ এর আয়োজনে শেরে ই বাংলা এ কে ফজলুল হকের ১৫০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ২১ নম্বের ২০২৩ মঙ্গলবার সন্ধ্যা ৬ ঘটিকায় ঢাকা বাংলা মটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে মিলনায়তনে হকে জীবনী শীর্ষক আলোচনা, পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নাট্যকার নির্মাতা ও ৯০ দশকের কবি রানা হোসেনের সভাপতিত্বে ও রেখা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এড. মোজাহার আলী, এড. লতিফুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশের তরুণ, উদীয়মান সাংস্কৃতিক কর্মকান্ডের স্বরুপ বিভিন্ন শাখায় চারুলতা পদক ও শেরে ই বাংলা পদক ২০২৩ প্রদান করা হয়। এতে পাকুন্দিয়া সাহিত্য সংসদ এর সভাপতি কবি আফসার আশরাফীর হাতে কবিতায় শেরে ই বাংলা পদক – ২০২৩ তুলেন দেন অতিথিবৃন্দ।
পাপ্র/সাগুফতা ইয়াসমিন