স্টাফ রিপোর্টার : পাকুন্দিয়ার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদী যুব সমাজের আয়োজনে প্রীতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২০ শে জুলাই বিকেলে সালুয়াদী বাজার সংলগ্ন ফসলি জমিতে এ খেলা অনুষ্ঠিত হয়।
বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব বজলুর রহমান মঞ্জুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম, এস আই ফয়জুল ইসলাম, বুরুদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হোসেন মোড়ল, সালুয়াদী বাজার পরিচালনা কমিটির সভাপতি রতন মিয়া, সালুয়াদী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইমাম হোসেন হাবিল,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দ ফরিদ উদ্দিন জুয়েল, সালুয়াদী বাজারের ব্যবসায়ী জাকির হোসেন, শরীফ মিয়া, সুমন মিয়া, আশরাফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
গণমাধ্যমকর্মী আশরাফুল হাসান মোরাদ ও হাসান আল মামুনের ধারা বর্ণনায় খেলাটি পরিচালনা করেন মসূয়া বাজার বনিক সমিতির সাবেক সহ সভাপতি জনাব আরিফুল হক শামীম।
খেলায় অতিথিরা সুষ্ঠ ও মাদক মুক্ত সমাজ গঠনে খেলার কোনো বিকল্প নাই এমন উৎসাহ মূলক বক্তব্য দিয়ে জন সাধারণকে অনুপ্রানিত করেন।
উক্ত খেলাটি বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছে ২-১ গোলে অবিবাহিত দল জয় লাভ করেন। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে পুরুষ্কার বিতরনীর মধ্য দিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন।
পাপ্র/সুআআ