ডেস্ক রিপোর্ট: পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. সবুজ মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
৫ মে শুক্রবার দিবাগত রাতে উপজেলার হোসেন্দী ইউনিয়নের পশ্চিম আতকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সবুজ মিয়া হোসেন্দী পশ্চিম আতকাপাড়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে।
পুলিশ সুত্রে খবর, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গ্রেফতারকৃত সবুজ মিয়া নিজ চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর বসে গাঁজা বেচাকেনা করছে। পরে পাকুন্দিয়া থানার এসআই মোহাম্মদ শহীদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতির আঁচ পেয়ে পালানোর চেষ্টাকালে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। যার বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, দীর্ঘদিন ধরে সে এলাকায় গাঁজা বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে শনিবার (৬ মে) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাপ্র/সুআআ