Pakundia Pratidin
ঢাকাবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণ ; অভিযুক্ত গ্রেফতার

প্রতিবেদক
পাকুন্দিয়া প্রতিদিন ডেস্ক
এপ্রিল ২০, ২০২৩ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : কিশোরগঞ্জের হোসেনপুরে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বিজয়কে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার শিশুর বাবা বাদী হয়ে হোসেনপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে মো. বিজয় শিশুটিকে উপজেলার উত্তর গোবিন্দপু্র গ্রামের ফারজুল ইসলামের বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি কান্না করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

এ দিকে, এ ঘটনায় শিশুটির রক্তক্ষরণ শুরু হলে আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের পরপরই আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।’

পাপ্র/সুআআ