
স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নেওয়াজ পাঠাগারের বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্ণারের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (১৮ জুন) বিকেলে উপজেলার পৌর এলাকার হাসপাতাল মোড়ে পাঠাগার কার্যালয়ে এ উদ্বোধনী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এস এম তারেক নেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন- প্রধান অতিথি হিসেবে উপস্থিত, আজিজুল হক সুমন লাইব্রেরিয়ান,জেলা সরকারি গণ-গ্রন্থাগার কিশোরগঞ্জ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক এবিএম ছিদ্দিক চঞ্চল, কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণ গ্রন্থাগার সমিতির সভাপতি মো. রুহুল আমিন, সিদলা ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, কিশোরগঞ্জ জেলা পরিষদ এর সাবেক মহিলা সদস্য মোছাঃ ল্যান্চি আক্তার, হোসেনপুর মহিলা কলেজে অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম,হোসেনপুর মডেল প্রেসক্লাবের সহ সভাপতি এম এ মতিন মাষ্টার, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, জিয়াউল হক বাতেন পাঠাগারের প্রতিষ্ঠাতা জিয়াউল হক বাতেন, পাঠাগারের সাধারণ সম্পাদক মো. সাগর মিয়া, সাংবাদিক মোঃ কাদির মিয়া ও মোঃ সোহেল মিয়া, পাঠাগারের সদস্য মোঃ আসাদ মিয়া, আশরাফুল ইসলাম প্রমূখ।
প্রসঙ্গত, ২০২২ সালের ১লা জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি আলোকিত সমাজ গঠণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
পাপ্র/সুআআ
