Pakundia Pratidin
ঢাকামঙ্গলবার , ৯ মে ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

প্রতিবেদক
পাকুন্দিয়া প্রতিদিন ডেস্ক
মে ৯, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আনসারুল ইসলাম (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ মে) বিকেলে উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম রুহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত আনসারুল একই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে আনসারুল বাড়ির পাশের একটি কাঁঠাল পাড়তে গাছে উঠেন। গাছের সাথে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় আনসারুল ইসলাম। বিদ্যুতের তারের সাথে জড়িয়ে গাছের ডালে আটকে পুড়তে থাকে তার দেহ৷

এ ঘটনায় স্থানীয়রা পল্লীবিদ্যুৎ অফিসে খবর দিলে বিদ্যুৎ লাইন বন্ধ করার পর তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে আনসারুল ইসলামের দেহে আগুন লেগে যায়৷ গাছের উপরেই পুড়তে থাকে তার দেহ৷ এরপরে সেখানেই তার মৃত্যু হয়।

 

পাপ্র/এসআর