সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া গ্রামের শতাধিক ধর্মপ্রাণ মুসলিম নারী-পুরুষ পবিত্র রমজানের রোজা রেখেছেন। শুক্রবার দিবাগত ভোররাতে সাহরি খেয়ে আজ শনিবার থেকে রোজা পালন শুরু করেন তারা।
জানা যায়, ২০১২ সাল থেকে পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামের শতাধিক নারী-পুরুষ পবিত্র রমজানের রোজাসহ দুটি ঈদ উৎসব সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় এবারও তারা দেশের প্রচলিত নিয়মের এক দিন আগেই রোজা পালন শুরু করেছেন।
পাকুন্দিয়া প্রতিদিন/এস.আর