নিজস্ব প্রতিবেদক : পাকুন্দিয়ার সুখিয়া ইউনিয়নের আশুতিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ আবু বক্কর ছিদ্দিক (৬০) ও বাচ্ছু মিয়া (৩৫) নামের দু’জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।
৮ মে (সোমবার) দিবাগত রাতে পুলিশের অভিযানে গ্রেফতার আবু বক্কর ছিদ্দিক পুরাতন আশুতিয়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে ও বাচ্ছু মিয়া নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার এসআই মহাসিনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক ও দেহ তল্লাসী করে ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করেন ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, তাদেরকে ৯ মে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাপ্র/সুআআ