
পাকুন্দিয়ার পাইক- লক্ষীয়া আশরাফীয়া গ্রন্থাগারের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও গুনীজন সম্মাননা পদক প্রদান ও ৯ জনকে আব্দুন নবী স্মৃতি পদক প্রদান করা হয়েছে।
২৬ মার্চ শনিবার বিকেলে গ্রন্থাগার সংলগ্নে বসন্তের বৈকালিক নৈসর্গিক পরিবেশে পাকুন্দিয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জুর সভাপতিত্বে ও কবি সুলতান আফজাল আইয়ূবীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সরকারি গণ গ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন।
গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা পরিচালক আফসার আশরাফীর শুভেচ্ছা বক্তব্যে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন কিশোরগঞ্জ বেসরকারী গ্রন্থাগার সমিতির সভাপতি রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বেসরকারী গ্রন্থাগার সমিতির সাংগঠনিক সম্পাদক কবি আমিনুল হক সাদী, কবি শাহ আলম বিল্লাল, সিদ্দিক স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক ডা.মাহফুজা সুলতানা রুমা, প্রেম, দ্রোহ ও জাগরনের কবি আসিফুজ্জামান খন্দকার, জিয়াউল হক বাতেন পাঠাগারের সভাপতি জিয়াউল হক বাতেন।
আমন্ত্রিত কবিদের মাঝে উপস্থিত ছিলেন কবি ডা.শহীদুল ইসলাম মাসুদ, কবি মোখলেছুর রহমান আকন্দ, কবি আল আজাদ, কবি বোরহান উদ্দিন, কবি মলং অলীমুর রাজি রাজিব, কবি এনামুল কবির সুমন, কবি রফিকুল ইসলাম খোকন, কবি ও গীতিকার আগুন আমিন, ব্যাংকার আব্বাস উদ্দিন, হাকীম রফিকুল ইসলাম প্রমুখ।
