বয়স হয়ে গেছে ৩১ বছর। কিন্তু তাঁর খেলায় বয়সের ছাপ কই! এ মৌসুমেও তো বার্সেলোনার জার্সিতে ৩৯ ম্যাচে করেছেন ৪২ গোল। লিওনেল মেসিকে তাই আজীবন ক্লাবে রেখে দেওয়ার চিন্তাভাবনা করছে স্প্যানিশ ক্লাবটি।
২০০৪ সালে অভিষেকের পর এক ক্লাবেই খেলে চলছেন অবিরাম।তাই তাঁর ক্লাব ছাড়ার সামান্যতম ইঙ্গিত নেই কোথাও।২০১৭ সালে সর্বশেষ যে চুক্তি নবায়ন, তার মেয়াদ ২০২১ পর্যন্ত। আরো দুই বছর বাকি থাকলেও মেসির টেবিলে নতুন চিন্তার প্রস্তাব রাখার কথা জানিয়েছেন বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ, ‘আমরা ওর চুক্তি নবায়ন করতে চাই। ও যে এখনো তরুণ, পারফরম্যান্সেই তো সেটি সবাই দেখছে। খুব শিগগিরই আমরা একসঙ্গে বসব নতুন চুক্তির ব্যাপারে। যেন আরো বহু বছর ওকে বার্সার জার্সিতে দেখতে পাই।’ গোল ডটকম