Pakundia Pratidin
ঢাকাবুধবার , ৮ মার্চ ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

মসূয়ায় সড়ক দূর্ঘনায় বৃদ্ধা নিহত

প্রতিবেদক
পাকুন্দিয়া প্রতিদিন ডেস্ক
মার্চ ৮, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতালে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় হাদু বেগম (৭০) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। বুধবার (৮ মার্চ) সকালে কটিয়াদী-মঠখোলা সড়কের বেতাল এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের আমান উল্লাহর স্ত্রী।

স্থানীয়সুত্রে জানা যায়, হাদু বেগম তার আত্মীয়ের বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশা চড়ে বাড়ি ফিরছিলেন। পথে বেতাল এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে অটোরিকশার প্রায় সব যাত্রী কমবেশি আহত হয়।

তাদের মধ্যে গুরুতর আহত হাদু বেগমকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হয়নি। এবং দুর্ঘটনার পর রিক্সা চালক দ্রুত পালিয়ে যায়।

পাপ্র/সুআআ