
পাকুন্দিয়ার বুরুদিয়া ইউনিয়নের বেলদী-সালুয়াদী প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা আজ মঙ্গলবার সকাল ১০:০০ টায় বেলদী-সালুয়াদীর মধ্যস্থল খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।খেলায় বিজয়ী দলের পুরষ্কার ছিল ফ্রিজ ও অপর দলের জন্য এল ইডি টেলিভিশন।
বুরুদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বজলুর রহমান মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুরুদিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল। খেলাটির সঞ্চালনা ও ধারাবর্ণনায় ছিলেন আশরাফুল হাসান মোরাদ ও ফেরদৌস আলম খান।
খেলায় বিশেষ অতিথি ছিলেন সালুয়াদী হামিদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক কমল চন্দ্র দাস, ইউপি সদস্য পদপ্রার্থী মো: হাবিবুল্লাহ,মো: শহর আলী, মো: মিজানুর রহমান, মো: ইমাম হোসেন মোড়ল, পরিবার পরিকল্পনা পরিদর্শক রুবেল মিয়া, কবি সুলতান আফজাল আইয়ূবী, রিপন সরকার, খেলা কমিটির সভাপতি কবির ভূঞা প্রমুখ।
খেলাটি পরিচালনা করেন আরিফুল হক শামীম ও জাকারিয়্যা ভুঞা সজল, খেলায় অভিক বেলদী ক্রিকেট একাদশ বনাম দ্যা ইপিক রাইটার্স এর মধ্যে
অভিক বেলদী দলটি বিজয়ী হয়।
