
স্টাফ রিপোর্টার : পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মো. নাছির উদ্দিন (৪০) কে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত স্বপন মিয়া (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতে পালিয়ে যাওয়ার সময় শুক্রবার (৫ আগস্ট) ভোররাত সাড়ে ৪টার দিকে পঞ্চগড় সদর থানার চৌরঙ্গী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, পঞ্চগড় জেলা সদর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে চৌরঙ্গী মোড় এলাকা থেকে স্বপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এ মামলার এজাহারভুক্ত আরো দুই আসামীকে গ্রেফতার করা হয়। তাকে নিয়ে মোট তিনজনকে গ্রেফতার করা হলো।
পরে সন্ধ্যার দিকে তাকে পাকুন্দিয়ায় নিয়ে আসা হয়।শনিবার (৬ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে ।
পাপ্র/আইরিন লাবনী
