Pakundia Pratidin
ঢাকাবৃহস্পতিবার , ১২ মে ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

পুলেরঘাটে ১০০০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ একজনকে আটক করেছে র‍্যাব

প্রতিবেদক
পাকুন্দিয়া প্রতিদিন ডেস্ক
মে ১২, ২০২২ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজার থেকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ টি মোবাইল ফোন ও নগদ ১৮০০ টাকাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ।

আজ বৃহ:বার (১২মে ) বিকেল ২:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে মাদকদ্রব্য ইয়াবা পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ীর উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারীতে অবশেষে তাকে আটক করা হয়।

আটককৃত জহিরুর ইসলাম রিপন খান (৫১) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার পাহাড়পুর ইউনিয়নের জালালপুর গ্রামের পিতা মৃত ডা: ছিদ্দিকুর রহমানের ছেলে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে তার বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব এর উপ-পরিচালক কোম্পানী কমান্ডার লে. কমান্ডার মেজর মো: শাহরিয়ার খান বিষয়টি নিশ্চিত করেছেন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

পাপ্র/ সুআআ