স্টাফ রিপোর্টার : পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাছিমপুর / জৈত্রা গ্রামে অন্তর (১৮) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর বিষপানে মৃত্যু হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, অন্তর মাছিমপুর /জৈত্রা গ্রামের মোবারক হোসেনের বড় ছেলে। অন্তর কালিয়া চাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
অন্তর গত তিনদিন পূর্বে আত্মহত্যার উদ্দ্যেশ্যে বিষপান করলে স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিকেলে কলেজে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহ:বার (১২ মে) সকাল আনুমানিক ৯ ঘটিকায় তার মৃত্যু হয়।
প্রেমজনিত কারণে অন্তর বিষপান করতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
বিস্তারিত আসছে …….
পাপ্র/ সুআআ