কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাব এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস -২০২১ ইং কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ( ২৭ মার্চ) বিকেলে পাকুন্দিয়া উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিন এর পাকুন্দিয়া প্রতিনিধি হুমায়ুন কবির ও যুগ্ন-সাধারণ শোয়েব রাসেলের সঞ্চালনায় দৈনিক শতাব্দীর কন্ঠ এর সম্পাদক আহমেদ উল্লাহর সভাপতিত্বে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) একেএম লুৎফুর রহমান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সরকারী গ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালটিয়া আর এস আইডিয়াল কলেজের প্রভাষক নাছির উদ্দিন দুলাল, কবি সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্না, উপজেলা শ্রমিক লীগের সাবেক আহবায়ক শামীম আহমেদ প্রমুখ। কিশোরগঞ্জ জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি আতাউর রহমান।
এতে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এম,এ হান্নান, সাংবাদিক সৈয়দ রহমান সৈয়দ,পাকুন্দিয়া প্রতিদিনের ব্যাবস্থাপনা সম্পাদক সুলতান আফজাল আইয়ূবী। পরে অতিথিদের বই দিয়ে শুভেচ্ছা জানান
প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।