
মোঃ স্বপন হোসেন, নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার উপজেলার চরফরাদী ইউনিয়নের ৫টি মাদরাসায় ৭৫টি কম্বল বিতরণ করা হয়েছে।
আজ (মঙ্গলবার) ২৫/০১/২০২২ইং সকালে পাকুন্দিয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় পাকুন্দিয়া উপজেলার মহিলা সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান জনাব মোছাঃ শামসুন্নাহার, সংশ্লিষ্ট মাদরাসার সুপারগণসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাসের প্রভাব বিস্তার যখন সারা বিশ্বে ছড়িয়ে গেছে তখনই অসহায় হতদরিদ্র মানুষগুলো নিঃস্ব হয়ে আছে। আর তাই সেসব মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এরকম মহতী কাজের জন্য সুনাম বয়ছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার।
