ঝুঁকিপূর্ণ ও জনগুরুত্বপূর্ণ এ কালভার্টটি অচারেই পুন:নির্মানের দাবী নদীর দুই পাড়ের মানুষদের। ইতিমধ্যে আগামী ২৭.০৯.২০২০ রবিবার কালভার্টি পুন:নির্মানের জন্য গ্রামবাসীর পক্ষে মু: ওয়াজেদ আলি সাক্ষরিত একটি অনুলিপি পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করা হয়।
উক্ত অনুলিপির কপি পাঠানো হয়েছে জেলা প্রশাসক কিশোরগঞ্জ, নির্বাহী প্রকৌশলী এলজিইডি কিশোরগঞ্জ,
পাকুন্দিয়া উপজেলা প্রৌকশলী এলজিইডি ও পাকুন্দিয়ারর বিভিন্ন সাংবাদিক সংগঠনের সম্পাদক/সেক্রেটারী বরাবর।
উক্ত কালভার্টি পুন:নির্মানের দাবী সিঙ্গুয়া নদীর দুপাশের আপামর জনসাধারনের। জনগুরুত্বপূর্ণ এ কালভার্ট অচিরেই পুন:নির্মান হবে এমনটিই স্বপ্ন দেখছেন স্থানীয় জনসাধারন।