Pakundia Pratidin
ঢাকাবৃহস্পতিবার , ৪ মে ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ি আটক

প্রতিবেদক
পাকুন্দিয়া প্রতিদিন ডেস্ক
মে ৪, ২০২৩ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর থেকে জুয়া খেলার সময় জুয়ার আসর থেকে ছয় জুয়াড়িকে আটক করা হয়েছে। বুধবার (৩ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ।

আটককৃতরা হচ্ছে, এগারসিন্দুর গ্রামের বকুল মিয়া (৩০), মজিতপুর গ্রামের সিদ্দিক মিয়া (২৫), আল-আমিন (৩২), নয়ন মিয়া (৩১), এখলাছ উদ্দিন (৩১) ও ইলিয়াস হোসেন (৪২)।

বৃহস্পতিবার (৪ মে) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৩ মে) দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এগারসিন্দুর এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানে ঘটনাস্থল থেকে ওই ছয়জনকে আটক করা হয়। এসময় নগদ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত তাস উদ্ধার করা হয়

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ থানায় ওসি হিসেবে যোগদান করার পর থেকেই মাদক ও জুয়া বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকজন মাদক কারবারি ও জুয়াড়িকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। মাদক ও জুয়া বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

পাপ্র/সুআআ