শাহরিয়া হৃদয়: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাল সনদে শিক্ষকতা করছেন ৪ শিক্ষক।
সোমবার (২২ মে) বিকেলে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অভ্যন্তরিন নিরীক্ষা শাখা সারা দেশের মোট ৬৭৮ জন জাল সনদে শিক্ষকতা করছেন বলে তালিকা প্রকাশ করে। এরই মধ্যে পাকুন্দিয়া উপজেলার রয়েছে ৪ জন।
তারা হলোঃ পাকুন্দিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক সাইদা নাহিদ, গণিতের সহকারী শিক্ষিকা শারমিন আক্তার লিনা, হোসেন্দী শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মোছাঃ সাবিকুন্নাহার এবং চরপলাশ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক শামছুল আলম।
এ বিষয়ে পাকুন্দিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার উদ্দিন মানিক পাকুন্দিয়া প্রতিদিনকে বলেন,সাইদা নাহিদ অনেক দিন ধরেই প্রতিষ্ঠানে নেই। আর মন্ত্রনালয় থেকে এখনও কোনো চিঠি পাইনি। পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
পাপ্র/সুআআ