সম্প্রতি ধুমধাম করে ছেলে অক্ষয়ের বিয়ের প্রীতিভোজের আয়োজন করেছিলেন বলিউডের ডাকসাইটে প্রযোজক জয়ন্তীলাল গারা। দেখা গেল, সেই অনুষ্ঠানে এসে বিস্তর বিতর্কের মুখে বলিউডের আরেক খ্যাতনামা প্রযোজক বনি কাপুর। কী না, বেশ দৃষ্টিকটূ ভাবে তিনি হাত দিয়েছেন নায়িকা ঊর্বশী রাউতেলার গায়ে। স্পষ্ট করে বললে– নিতম্বে!
সেই অনুষ্ঠানে ঠিক কী হয়েছে ঊর্বশী আর বনির মধ্যে, তা নিয়ে এর মধ্যেই ছড়িয়ে পড়েছে নানা ভিডিও। তারই একটা এমবেড করে দেওয়া হল লেখার একেবারে নীচে। দেখে নিতে পারেন, বনির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা কতটা!
যদিও ঊর্বশী নিজে এই অভিযোগের পুরোটাই অস্বীকার করছেন। বলিউডের এক সংবাদমাধ্যমের আপলোড হওয়া ভিডিও নিয়ে টুইট করেছেন তিনি। দাবি করেছেন– সংবাদমাধ্যম নারীদের সম্মান দিতে জানে না!
পাশাপাশি, বনির পক্ষ নিয়েও খান দুই টুইট করেছেন নায়িকা। সেগুলোর বক্তব্য ঘুরিয়ে–ফিরিয়ে একই– নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য কী ভাবে সম্মানিত ব্যক্তিকে নিয়ে মিথ্যা খবর পরিবেশন করে সংবাদমাধ্যম!