Pakundia Pratidin
ঢাকাশুক্রবার , ৫ মে ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণের পর পালিয়ে সৌদিতে ১৫ বছর, দেশে এসে ধরা

প্রতিবেদক
পাকুন্দিয়া প্রতিদিন ডেস্ক
মে ৫, ২০২৩ ১২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

পাপ্র ডেস্ক: ধর্ষণের পর ১৫ বছর সৌদি আরবে পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না কিশোরগঞ্জের ভৈরবের বাদশা মিয়ার। বুধবার মধ্যরাতে উপজেলার ইমামেরচর গ্রামের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া নয়ন নামের আরও একজন ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

উপজেলার ইমামেরচর গ্রামের রুস্তম আলীর ছেলে মো. বাদশা (৩৬) ও শহরের কালীপুর গ্রামের ছাত্তার মিয়ার ছেলে নয়ন (২০)। তারা দুজন ধর্ষণের পৃথক দুটি মামলার আসামি। অপর আসামি নয়নের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার সকালে দুজনকে কিশোরগঞ্জ আদালতে চালান দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৮ সালে বাদশা মিয়া এলাকার এক নারীকে ধর্ষণ করে সৌদি আরবে পালিয়ে যায়। পরে তার বিরুদ্ধে থানায় মামলা হলে মামলাটি চার্জশিট দেয় পুলিশ। এ ঘটনায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ১৫ বছর বিদেশ পলাতক থেকে গত ঈদে সে বাড়ি আসলে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাকে তার গ্রামের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

অপরদিকে গত ২৪ এপ্রিল কালীপুর এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগে নারীর ভাই সজীব মিয়া বাদী হয়ে থানায় নয়নের বিরুদ্ধে দুদিন আগে গত মঙ্গলবার থানায় একটি মামলা করেন। এ মামলার অভিযোগে পুলিশ বুধবার রাতে তাকে বাসা থেকে গ্রেফতার করে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, বাদশার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। নয়নের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ। দুটি পৃথক ঘটনায় দুজনকে বুধবার গভীর রাতে তাদের নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

পাপ্র/এসআর