
স্টাফ রিপোর্টার : পাকুন্দিয়া উপজেলার তারাকান্দিতে স্থানীয় জনসাধারণ ও প্রবাসীদের নিজস্ব উদ্যোগে মূল সড়ক (ফকির বাড়ী) থেকে লালে বাপের বাড়ীর পর্যন্ত প্রায় ১০০০ ফুট রাস্তা মাটি ভরাট ও সুরকি দিয়ে চলাচল উপযোগী সংস্কার করা হয়েছে।
প্রায় ৩৫ টি পরিবার এ রাস্তা দিয়ে যাতায়ত করে। শিক্ষার্থীদের স্কুলে আসা যাওয়া , স্থানীয় বাজারে যাওয়াসহ এ পরিবারগুলোর বাড়ী বের হওয়ার মূল সংযোগ এটি। রাস্তা সংকীর্ণ ও পুকুর প্বার্শে পাড় ভেঙ্গে যাওয়ায় চলাচল অনুপযোগী হয়েছিলো রাস্তাটি।
স্থানীয় সৌদি প্রবাসী সোহাগ মিয়া পাকুন্দিয়া প্রতিদিনকে জানান, প্রবাসী ও স্থানীয় ৩৫ টি পরিবারের লোকজনের সাধ্যমত প্রচেষ্টায় পুকুর পাড় ভরাট ও সুড়কি, বালু দিয়ে রাস্তাটি সংস্কার করতে প্রায় ১লক্ষ ৫০ হাজার টাকা লেগেছে বাকি কাজ সম্পূর্ণ করতে আরও ৫০ হাজার লাগতে পারে। রাস্তাটি সরকারী জমি না হওয়ায় নিজেরাই সাধ্যমত চেষ্টা করে রাস্তা মেরামত করছি।
পাপ্র/ সুআআ
