
দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহ জিলা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মোঃ নুর উদ্দিন
সাহেব ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
মরহুম মোঃ নুর উদ্দিন পাকুন্দিয়া উপজেলার চরটেকী গ্রামের কৃতিসন্তান। তিনি গতকাল শনিবার সকাল ০৭ টা ৩০ মিনিটে ময়মনসিংহ শহরের মিলনবাগের নিজ বাসায় ইন্তেকাল করেন। মরহুমের জানাজা গতকাল শনিবার বাদ জোহর ময়মনসিংহ জিলা স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উঁনাকে গুলকিবাড়ী গোরস্থানে দাফন করা হয়।
মরহুম নুর উদ্দিন সাহেব মৃত্যুর সময় স্ত্রী, দুই পুত্র, এক কন্যা ও তিন নাতনি রেখে গেছেন। উনার বড় দুই ছেলে-মেয়ে সপরিবারে কানাডায় বসবাস করেন। তিনি পরিবারের পক্ষ থেকে উঁনার রুহের মাগফেরাত কামনা করেছেন।
মরহুমের মৃত্যুতে পাকুন্দিয়ার নিজ জন্মস্থান চরটেকীতে শোকের ছায়া বইছে। চরটেকী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
