Pakundia Pratidin
ঢাকাসোমবার , ৮ মে ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

চরকাওনায় ৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১

প্রতিবেদক
পাকুন্দিয়া প্রতিদিন ডেস্ক
মে ৮, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পাকুন্দিয়ার চরকাওনা থেকে ৫৫ পিস ইয়াবাসহ মো. সোহেল মিয়া (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ মে) দিবাগত রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

সোহেল মিয়া চরকাওনা মইষাকান্দা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানা পুলিশ রাত ১১টার দিকে পাকুন্দিয়া থানার এসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার দেহ তল্লাশী করে হালকা গোলাপী রংয়ের ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য ১৬ হাজার ৫০০টাকা।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোহেল মিয়ার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। তাকে আজ সোমবার (৮ মে) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাপ্র/সুআআ