বৃষ্টি চাই
মো : রুহুল আমিন
চলছে সাময়িক খরা
এমনটি যায় ধরা।
পানি নাই জমিনে
এসব দেখিনি জীবনে।
কৃষকেরা চিন্তিত
ধান হবে কি অন্তত?
চারিদিকে পানি নাই
ধান ক্ষেত মরে তাই।
মাটি ফেটে চৌচির
পরগাছা করছে ভীর।
তবুও আশা ছাড়েনি
বৃষ্টি হবে ভীজবে ধরণী।
বৃষ্টি চাই হে মহান রব
মাফ কর অপরাধ সব।