
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বর্ষীয়ান রাজনীতিবিদ, ভাষা সৈনিক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ-দোয়া ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে।
রবিবার (২০ মার্চ) বাদ জোহর কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসানের সার্বিক নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই দোয়া ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহির রায়হান জজ, উপজেলা প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী, উছমানপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজাম ক্বারি, সাবেক প্যানেল মেয়র ওলিউল্লাহসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত দোয়া ও কাঙ্গালি ভোজে অনুষ্ঠানে প্রয়াত রাষ্ট্রপতির বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন সংগ্রামী দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন বক্তারা। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা দোয়া পড়ান কুলিয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদের প্রিন্সিপাল মুফতি কাইয়ুম খান সাহেব।
